Biography

How to write a Biography

  • BIOGRAPHY সাধারণত past tense এ লিখতে হয়।

  • বাক্যগুলি যুক্ত করার জন্য Later/then/Besides ইত্যাদি শব্দ ব্যবহার করা যেতে পারে।

  • প্রতিক্ষেত্রে ব্যাক্তির নাম লিখে তার পরিবর্তে He/she ব্যবহার করতে হবে। আবার He/she যাতে খুব বেশি ব্যবহার না হয় সেই জন্য নীচের phrase গুলি ব্যবহার করতে হবে— এক্ষেত্রে উনি যে ক্ষেত্রের সাথে যুক্ত সেই অনুযায়ী phrase লিখতে হবে। যেমন- The great preacher (ধর্ম নায়ক) / The famous singer (গায়ক) / The noted scholar(পণ্ডিত) /The great humanitarian( মানবতাবাদী ) / The great poet /artist/ The great film-maker / The great scientist , etc.

  • BIOGRAPHY এর শেষে নিম্নের বাক্যটি ব্যবহার করা যেতে পারে
    With his death, the country lost one of the greatest (writers / poets / singers / scientists). But for his great work/contribution, he will live among us forever.
  • কিভাবে BIOGRAPHY লিখবে নীচে লিখে দেখানো হলঃ

যার জীবনী তার নাম

Mother India/world has produced a galaxy of heroes / many talents in many directions /various fields. ব্যাক্তির নাম…is/was one of them. He/she was born on তারিখ in সাল at ছোটো স্থান in বড় স্থান। His / her father (বাবার নাম ) was (পেশা) and mother মায়ের নাম was pious lady. He/she took/received his/her early/primary education from স্কুলের নাম। Then he/she got/ achieved ডিগ্রির নাম degree from কলেজ বা ইউনিভার্সিটির নাম in সাল. He/she was appointed নিযুক্ত পদের নাম of নিযুক্ত সংস্থা in সাল বা He/she joined সংস্থার নাম as পদের নাম in সাল। [যদি পরবর্তী কালে অন্য কোনো পদে যুক্ত হন তবে এইভাবে লিখবে- He became নিযুক্ত পদের নাম in সাল। ] He got / was awarded পুরস্কারের নাম in (সাল). [একাধিক পুরস্কার পেলে তবে He এর পর also লিখতে হবে দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে]। He founded / established (প্রতিষ্ঠিত সংস্থার নাম ) in (সাল) (যদি তিনি কোনো প্রতিষ্ঠান গঠন করে তবেই এই বাক্যটি লিখবে ) (ব্যক্তির নাম) [died/ passed away/ left us / breathed his/her last ] on তারিখ in সাল। এখন উপরের ৪ নং বাক্যটি এখানে লিখবে।





prafulla chandra ray

Mother India has produced a galaxy of heroes in many fields. prafulla chandra ray is one of them. He was a great scientist. This great scientist was born on 2nd August 1861 at Khulna (now Bangladesh). His father Harish Chandra Ray was a mathematician and physicist and his mother Bhuvanmohini Devi was a pious lady. He received his early education from the village Pathsala. After completing his education in the village Pathsala, Prafulla Chandra Ray went to Hare School and Albert School. In 1879 he passed the entrance examination. Then he got his F.A. degree from Metropolitan College in 1882. He got the Gilchrist scholarship in 1882. Then he went to London for further study. This great scientist achieved his B.Sc. and D.Sc. degrees from Edinburgh University. In 1889 he joined as a Professor of Chemistry in the Presidency College. In 1896, he was the first scientist to create Mercurous Nitrite in the lab. He founded ‘Bengal Chemicals' in 1901. Latter prafulla chandra ray joined as a Palit Professor at Science College. He left us forever on June 16th in 1944. With his death, the country lost one of the greatest scientists. But for his great contribution, he will live among us forever.

প্রফুল্লচন্দ্র রায়

ভারত মাতা অনেক ক্ষেত্রেই অনেক মহান সন্তানের জন্ম দিয়েছেন। প্রফুল্লচন্দ্র রায় তাঁদেরই একজন। তিনি ছিলেন একজন মহান বিজ্ঞানী। এই মহান বিজ্ঞানী ১৮৬১ সালের ২রা আগস্ট খুলনায় (বর্তমান বাংলাদেশ) জন্মগ্রহণ করেন। তার বাবা হরিশ চন্দ্র রায় একজন গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী ছিলেন এবং তার মা ভুবনমোহিনী দেবী একজন ধার্মিক মহিলা ছিলেন। তিনি পাঠশালা গ্রাম থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। পাঠশালা গ্রামে পড়াশোনা শেষ করে প্রফুল্লচন্দ্র রায় হেয়ার স্কুল ও আলবার্ট স্কুলে যান। ১৮৭৯ সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ১৮৮২ সালে মেট্রোপলিটন কলেজ থেকে এফএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৮৮২ সালে "গিলক্রিস্ট স্কলারশিপ" লাভ করেন। এরপর তিনি আরও পড়াশোনার জন্য লন্ডনে চলে যান। এই মহান বিজ্ঞানী এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে তার B.Sc এবং D.Sc ডিগ্রি অর্জন করেন। ১৮৮৯ সালে তিনি প্রেসিডেন্সি কলেজে রসায়নের অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৮৯৬ সালে, তিনি প্রথম বিজ্ঞানী যিনি গবেষণাগারে মার্কুরাস নাইট্রাইট তৈরি করেছিলেন। তিনি ১৯০১ সালে 'বেঙ্গল কেমিক্যালস' প্রতিষ্ঠা করেন। পরে প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান কলেজে পালিত অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৪৪ সালের ১৬ ই জুন তিনি চিরতরে আমাদের ছেড়ে চলে যান। তাঁর মৃত্যুতে দেশ হারাল অন্যতম সেরা বিজ্ঞানীকে। কিন্তু তাঁর মহান অবদানের জন্য, তিনি আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন।

click here to know how to write an Autobiography

Comments

https://engliopedia.blogspot.com/2021/01/mcq-answer-of-macbeth.html

MCQ of JIMMY VALENTINE (CLASS 11)

Biography of Dr. Pranab Kumar Mukherjee

MCQ of "DAYBREAK"