Biography of Dr. Pranab Kumar Mukherjee
Mother India has given us a galaxy of talents (অগণিত প্রতিভাবান ), Dr. Pranab Kumar Mukherjee is one of them. He was a brilliant student from his childhood. Besides he was also an efficient politician.
He was born on 11th December 1935 into a Bengali presidency, British India (Now in Birbhum district, West Bengal, India). His father, Kamada Kinkar Mukherjee was an active figure of the Indian Independence Movement. His mother was Rajlakshmi Mukarjee was also an active freedom fighter.
He started his schooling at the Dhaka Collegiate School,Bangladesh. He completed his LLB Degree from the Suri Vidyasagar College,Birbhum. Then from the same college, he earned his MA Degree in Political Science and History. He achieved the Doctorate Degree in Political Science from the University of Jordan on 11 October 2015.
He got married to Surva Mukharjee on 13 July 1957. He was inspired by Indira Gandhi and entered politics. For the first time in July 1969, Pranab Mukharjee was elected to the Rajya Sabha. He was also the member of the Rajya Sabha from 1980 to 1985. He became the 13th President of India in 2012.
He worked as an upper-division Clerk in the Office of Deputy Accountant-General, Calcutta. He worked also an Assistant Professor of Political Science at Vidyanagar College, Kolkata in 1963. Even Dr. Mukherjee worked as a journalist for Desher Dak.
He got the Padma Bhushan in 2018. In the year 2019 he achieved India’s highest civilian Honor, Bharat Ratna. But this star of Indian Politics left us on 31 August 2020 at the age of 84. But we hope that for his deeds, he will live forever in the hearts of all Indians.
বঙ্গানুবাদঃ ভারত মাতা আমাদের অগণিত প্রতিভাবানদের উপহার দিয়েছেন, ডঃ প্রণব কুমার মুখোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম। তিনি শৈশব থেকেই একজন মেধাবী ছাত্র ছিলেন। ইহার পাশাপাশি তিনি একজন দক্ষ রাজনীতিবিদও ছিলেন।
তিনি ১৯৩৩ সালের ১১ ই ডিসেম্বর, ব্রিটিশ ভারতের অন্তভুক্ত বাংলা প্রেসিডেন্সিতে (বর্তমানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়,ভারত) জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা কামদা কিঙ্কর মুখার্জি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় ব্যক্তিত্ব। তাঁর মা রাজলক্ষ্মী মুখার্জিও ছিলেন একজন সক্রিয় মুক্তিযোদ্ধা।
তিনি বাংলাদেশের ঢাকা কলেজিয়েট স্কুল তাঁর পড়াশোনা শুরু করেছিলেন। তিনি বীরভূমের সিউরি বিদ্যাসাগর কলেজ থেকে এলএলবি ডিগ্রি শেষ করেছেন। তারপরে একই কলেজ থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি জর্দান বিশ্ববিদ্যালয় থেকে ১১ ই অক্টোবর ২০১৫ এ রাষ্ট্রবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
১৯৫৭ সালের ১৩ জুলাই তিনি সুরভা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ইন্দিরা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। প্রথম ১৯৬৯ সালের জুলাইয়ে প্রণব মুখার্জি রাজ্যসভায় সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি ১৯৮০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। ২০১২ সালে তিনি ভারতের ১৩তম রাষ্ট্রপতি হন।
তিনি কলকাতার ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট-জেনারেলের অফিসে উচ্চ-বিভাগের ক্লার্ক হিসাবে কাজ করেছিলেন। তিনি ১৯৬৩ সালে কলকাতার বিদ্যানগর কলেজে রাষ্ট্রবিজ্ঞানের একজন সহকারী অধ্যাপক হিসাবেও কাজ করেছিলেন। এমনকি ডক্টর মুখার্জি দেশের ডাক এর সাংবাদিক হিসাবেও কাজ করেছিলেন।
তিনি ২০১৮ সালে পদ্মভূষণ পেয়েছেন। তিনি ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, ভারতরত্ন পুরস্কার অর্জন করেছিলেন। তবে ভারতীয় রাজনীতির এই তারকা ২০২০ সালের ৩১ আগস্ট মাত্র ৮৪ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তবে আমরা আশাকরি তাঁর কর্মকাণ্ডের জন্য তিনি সকল ভারতীয়দের মধ্যে সারাজীবন বেঁচে থাকবেন।
Comments
Post a Comment
HI